ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নেবেন। অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে জনগণকে আশ্বস্ত করতেই তিনি টিকাটি নেয়ার ঘোষণা দিয়েছেন।


বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইউরোপের দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


তবে অ্যাস্ট্রাজেনেকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে- টিকাটি নিরাপদ। রক্ত জমাট বাঁধা নিয়ে যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার সম্পর্ক এখনো খুঁজে পাওয়া যায়নি।


যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার দেশের পার্লামেন্টে বরিস জনসন বলেছেন, আমি খুব দ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবো। আমি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই নিতে চাই।

ads

Our Facebook Page